নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীর এরশাদনগর বাসস্ট্যান্ড সংলগ্ন আউচ পাড়া এলাকা থেকে দীর্ঘ একবছর আগে চুরি হয়ে যাওয়া একটি প্রাইভেট কার কক্সবাজার থেকে উ’দ্ধার করেছে ট’ঙ্গী পশ্চিম থানা পুলিশ। এঘটনায় চোর চক্রের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রাতে কক্সবাজার জেলা সদরের বাংলা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে চোরাইকৃত প্রাইভেট কারটি (ঢাকা মেট্রো -গ-১৯- ৬৬৭৩) উদ্ধার করা হয়। রবিবার স’ন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন ট’ঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ ই’স্কান্দার হাবিবুর রহমান। গ্রেফতারকৃত সাইফুল ইসলাম (৩৫) কক্সবাজার জেলা সদরের বাংলা বাজার এলাকার মৃত আবু তাহেরের ছেলে।
পুলিশ জানায়, ২০২৩ সালের ১৯ জুন রাত দশটার দিকে ট’ঙ্গী পশ্চিম থানাধীন এরশাদনগর বাসস্ট্যান্ড সংলগ্ন আউচ পাড়া এলাকায় ওয়ান ব্যাংকের পাশের গলি থেকে প্রাইভেট কারটি চুরি করে নিয়ে যায় চোর চক্র। এঘটনায় অজ্ঞাতনামা আসামীদের বি’রুদ্ধে মামলা দায়ের করেন গাড়ি মালিক মো: বাচ্চু। এরপর দীর্ঘ একবছর অনুস’ন্ধানের পর ট’ঙ্গী পশ্চিম থানার উপ পরিদর্শক মনির হোসেনের নেতৃত্বে তথ্য প্রযুক্তির সহায়তায় কক্সবাজার থেকে গাড়িটি উ’দ্ধার করা হয়। এসময় চোর চক্রের একজনকে গ্রেফতার করা হয়।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ ইসকান্দার হাবিবুর রহমান বলেন, গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদের আবেদন করে বি’জ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যহত আছে।
https://slotbet.online/