বরিশাল প্রতিবেদক :
অতীতের জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনের চেয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে এবার সর্বাধিক সংখ্যক ভোটার উপস্থিত করার জন্য বরিশাল জেলার ছয়টি আসনের প্রার্থী ও তাদের সমর্থকরা নির্বাচনী মাঠ সরগরম করে রেখেছেন। প্রতিদিন কাকডাকা ভোর থেকে শুরু করে মধ্যরাত অবর্ধি প্রার্থী ও তাদের সমর্থকরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনার পাশাপাশি ৭ জানুয়ারি ভোট কেন্দ্রে আসার জন্য অনুরোধ করছেন। পরিসংখ্যান বলছে, ছয়টি আসনের মধ্যে বরিশাল-১ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী আলহাজ¦ আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি এবং বরিশাল-৪ আসনের ঈগল মার্কার স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ দেবনাথ এমপি’র বিজয় অনেকটা নিশ্চিত। খোঁজ নিয়ে জানা গেছে, বরিশাল-১ আসনে নৌকা মার্কার প্রার্থীর প্রতিদ্বন্ধিতায় জাতীয় পার্টি ও এনপিপি মনোনীত কাগুজে দুইজন প্রার্থী থাকলেও তাদের নেই কোন কর্মী-সমর্থক। তারপরেও প্রতিদিন গণসংযোগ ও উঠান বৈঠক করে আগামী ৭ জানুয়ারি সকল ভোটারদের ভোট কেন্দ্রে এসে নৌকা মার্কায় ভোট প্রদানের আহবান করছেন প্রার্থী আলহাজ¦ আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি ও তার বিশাল কর্মী-সমর্থকরা। বরিশাল-৪ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাম্মি আহমেদ দ্বৈত্য নাগরিকত্বের কারণে প্রার্থীতা হারিয়েছেন। ফলে ওই আসনের বর্তমান সংসদ সদস্য ও আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়া পঙ্কজ দেবনাথের ভাগ্য খুলে যায়। এ আসনে জাতীয় পার্টি মনোনীত মিজানুর রহমান লাঙ্গল ও সাংস্কৃতিক মুক্তিজোটের হৃদয় ইসলাম চুন্নু ছড়ি প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতা করলেও তাদের তেমন কোন কর্মী সমর্থক নেই। এর বাইরে বর্তমান মাঠ জড়িপে বরিশাল-২ আসনে ত্রিমুখী লড়াই হওয়ার আভাস পাওয়া গেছে। ওই আসনে মহাজোটের সাথে আসন ভাগাভাগির কারণে ১৪ দলের শরীক দল ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন নৌকা প্রতীক নিয়ে ভোটের মাঠ সরগরম করে রেখেছেন। পাশাপাশি এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিতের পর ঈগল প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতা করা শেরে বাংলার দৌহিত্র একে ফাইয়াজুল হক রাজু এবং কৃষক শ্রমিক জনতা লীগ মনোনীত গামছা প্রতীকের প্রার্থী নকুল কুমার বিশ্বাস ভোটের মাঠে বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছেন। এছাড়াও এখানে ঢেঁকি প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন আওয়ামী লীগের সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা মোঃ মনিরুল ইসলাম, জাতীয় পার্টির ইকবাল হোসেন তাপস লাঙ্গল, তৃণমূল বিএনপির আলহাজ¦ মোঃ শাহজাহান সিরাজ সোনালী আঁশ ও এনপিপি’র সাহেব আলী আম। বরিশাল-৩ আসনটিও মহাজোটের সাথে আসন ভাগাভাগির ফলে জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়া হয়েছে। এখানে জাপা মনোনীত লাঙ্গল মার্কার প্রার্থী গোলাম কিবরিয়া টিপু এখনও মাঠে জোয়ার সৃষ্টি করতে না পারলেও তার শক্ত প্রতিদ্বন্ধি হয়ে আওয়ামী লীগের মাঠপর্যায়ের নেতৃবৃন্দের সমর্থন পেয়ে পুরো নির্বাচনী মাঠ সরগরম করে রেখেছেন ট্রাক মার্কার স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য মোঃ আতিকুর রহমান। ট্রাক মার্কার স্বতন্ত্র প্রার্থী মোঃ আতিকুর রহমান বলেন, ভোটারগণ যাকে যোগ্য প্রার্থী মনে করবেন তাকেই ভোট দিবেন। কিন্তু ভোটাররা যেন নির্বিঘেœ সুষ্ঠু পরিবেশে ভোটপ্রদান করতে পারেন সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে সেই দাবি করছি। পাশাপাশি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ট্রাক মার্কায় ভোট প্রার্থনার পাশাপাশি আগামী ৭ জানুয়ারি ভোট কেন্দ্রে সর্বাধিক সংখ্যক ভোটার উপস্থিত করার জন্য প্রাণপন চেষ্ঠা করছি। এ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতা করছেন ড. মোহাম্মদ আমিনুল হক কবির, ওয়ার্কার্স পার্টির অ্যাডভোকেট শেখ মোঃ টিপু সুলতান হাতুড়ি, সাংস্কৃতিক মুক্তিজোটের আজমুল হাসান জিহাদ ছড়ি ও তৃণমূল বিএনপির শাহানাজ হোসেন সোনালী আঁশ। বিভাগের একমাত্র মর্যাদার আসন বরিশাল-৫ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম ও ট্রাক মার্কার স্বতন্ত্র প্রার্থী আলহাজ¦ মোঃ সালাহউদ্দিন রিপন প্রচার-প্রচরনায় পুরো নির্বাচনী এলাকা সরগরম করে রেখেছেন। এরমধ্যে নৌকার পক্ষে সিটি মেয়র খোকন সেরনিয়াবাতের সহধর্মীনি লুনা আব্দুল্লাহর ব্যতিক্রমী প্রচার-প্রচারনা ইতোমধ্যে সর্বমহলে বেশ প্রশংসিত হয়েছে। এ আসনের অপর প্রতিদ্বন্ধি প্রার্থীরা হলেন-জাতীয় পার্টির ইকবাল হোসেন তাপস লাঙ্গল, এনপিপি’র আবদুল হান্নান সিকদার আম, সাংস্কৃতিক মুক্তিজোটের মোঃ আসাদুজ্জামান ছড়ি ও বাংলাদেশ কংগ্রেসের মাহাতাব হোসেন ডাব। বরিশাল-৬ আসনে টানা ২২ বছর পর দলীয় মনোনয়ন পেয়ে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে প্রচার-প্রচারনা করছেন মেজর জেনারেল (অব.) আবদুল হাফিজ মল্লিক। তবে এ আসনে নৌকার গলার কাটা নিজ দলের স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও তিনবারের উপজেলা চেয়ারম্যান ট্রাক মার্কার মোহাম্মদ শামসুল আলম চুন্নু।
পাশাপাশি এ আসনের বর্তমান সংসদ সদস্য জাতীয় পার্টির প্রভাবশালী প্রেসিডিয়াম সদস্য লাঙ্গল মার্কার প্রার্থী নাসরিন জাহান রতনাও রয়েছেন বেশ শক্ত অবস্থানে। এ আসনের অপর প্রার্থীরা হলেন-তৃণমুল বিএনপির টিএম জহিরুল হক সোনালী আঁশ, এনপিপি’র মোঃ মোশারফ হোসেন আম, জাসদের মোহাম্মদ মোহসীন মশাল, বাংলাদেশ কংগ্রেসের মোঃ মাইনুল ইসলাম ডাব, স্বতন্ত্র প্রার্থী মোঃ শাহবাজ মিঞা ঈগল, কামরুল ইসলাম খান তরমুজ ও জাকির খান সাগর রকেট।
https://slotbet.online/