(গাজীপুর প্রতিনিধিঃ- গাজীপুর সিটি করপোরেশনের ৩৭ নং ওয়ার্ড কুনিয়া প্রতিভা লিটন ফ্লাওয়ার একাডেমি ৭ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২৩শে ফেব্রুয়ারি রোজ শুক্রবার অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃরাশেদুজ্জান জুয়েল মন্ডল, কাউন্সিল ৩৭ওয়ার্ড গাজীপুর সিটি করপোরেশন, উদ্বোধক আলহাজ্ব সাইফুল ইসলাম দুলাল সাবেক কাউন্সিল ৩৭ নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন, সভাপতি মোঃমোশারফ হোসেন (বাবলু)পরিচালক পরিষদ লিটন ফ্লাওয়ার একাডেমি, সার্বিক ব্যবস্থাপনায় গোলাম সারোয়ার সাধারণ সম্পাদক গাজীপুর ওয়েলফেয়ার সোসাইটি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইদুর রহমান শহীদ,মোঃমোজাম্মেল হক জসিম, মোঃইত্তেখারুলআলম মনির, মোঃসাগর আহমেদ, হাজী মিজানুর রহমান, মোঃনুরুল হক মোঃজহিরুল হক মামুন, মোঃদেলোয়ার হোসেন সারোয়ার, সাদাম হোসেন তন্নয়, হাজী মোঃমোছাদ্দিকুর রহমান হাজী মুছা, মোঃআবু হানিফ, মোঃআলাউদ্দিন। ক্রীড়া পরিচালনায ছিলেন মোঃমুকুল মিয়া, কামরুজ্জামান, মোঃজুয়েল হোসেন, মোঃসোহেল রানা, মোঃশহিদুল ইসলাম অনিক, আল-আমিন, নাসরিন আক্তার, মোসাঃনাজমা আক্তার, মোসাঃজৈইতা আক্তার, খাদিজা আক্তার নিপা, মমতা জাহান মিলি,, মোঃসৌরব হোসেন সার্বিক ব্যবস্থাপনা ছিলেন লিটন ফ্লাওয়ার একাডেমি পরিচালক ও প্রধান শিক্ষক সফিকুল ইসলাম। প্রধান অতিথি মোঃ রাশেদুজ্জামান জোয়েল মন্ডল বলেন ৩৭ওয়ার্ডের মধ্যে সেরা স্কুল লিটন ফ্লাওয়ার একাডেমি লেখা পড়ার মানের দিক দিয়ে পড়াশোনা ধারা ধরে রাখতে হবে । শিক্ষার্থীদের উদেশ্য বলেন তোমরা আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ তোমাদের কাছ থেকে দেশ এবং জাতি অনেক কিছু আশা করে , এক দিন তোমরা এই দেশ পরিচালনা করবে। এই লেখা পড়া করে আদর্শ ও সৎ মানুষ হিসেবে নিজেদেরকে তৈরি করতে হবে। প্রধান শিক্ষক অতিথিদের হাতে ক্যাস্ট ও ছাত্র ছাত্রী দের হাতে পুরুস্কার তুলে দেন। সভাপতি মোঃমোশারফ হোসেন (বাবুল) তার সমাপ্ত বক্তব্য দিয়ে অনুষ্ঠানের কার্যকম শেষ করেন।
https://slotbet.online/