গাজীপুর প্রতিনিধি :
অবৈধ গ্যাস সংযোগ অভিযান চালিয়ে বিচ্ছিন্ন করার পরে যদি পুনরায় আবার ঐ সংযোগ দেয়া হয় এবং সেই কার্যক্রমের সাথে যদি তিতাস গ্যাসের কোন কর্মচারী বা কন্ট্রাক্টর জড়িত থাকে তাহলে তাদের চাকরি থাকবে না। গাজীপুরে একটি মতবিনিময় সভায় এমন মন্তব্য করেছেন পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার।
শনিবার পহেলা জুন গাজীপুরের জয়দেবপুর কনভেনশন সেন্টারে তিতাস গ্যাস কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় ও পেট্রোবাংলার আয়োজনে পেট্রোবাংলার শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা ২০২৩-২০২৪ অনুযায়ী অংশীজনের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় পেট্রোবাংলার নৈতিক কমিটির সভাপতি এ কে এম মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেট্রোবাংলার পরিচালক, প্রকৌশলী মো. কামরুজ্জামান খান এবং ‘তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক, প্রকৌশলী মো. হারুনুর রশিদ মোল্লাহ।
সভায় গাজীপুরের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের মালিক ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। এসময় শিল্প প্রতিষ্ঠানের মালিকগণ তিতাস গ্যাস সম্পর্কিত নানা সমস্যা নিয়ে অতিথিদের প্রশ্ন করেন এবং সমাধান প্রত্যাশা করেন; সে অনুযায়ী পেট্রোবাংলা এবং তিতাস গ্যাস কর্তৃপক্ষের কর্মকর্তারা তাৎক্ষণিক প্রশ্নের উত্তর দেন ও সমস্যা সমাধানের আশ্বস্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার আরও জানান, ‘আবাসিক পর্যায়ে গ্যাস সংযোগ বৃদ্ধি বা নতুন সংযোগের কোন পরিকল্পনা সরকারের আপাতত নেই। আমরা শিল্প সংযোগকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি কারণ তাদের মাধ্যমে আমাদের দেশের বেকারদের কর্মসংস্থান তৈরি হচ্ছে এবং বৈদেশিক মুদ্রা অর্জন হচ্ছে।
https://slotbet.online/